আশুলিয়ায় ১৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Meghna News 24bd

সর্বশেষ


Friday, November 7, 2025

আশুলিয়ায় ১৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার



আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :রাজধানী ঢাকার সন্নিকটে আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. শরিফুল ইসলাম (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা বিসমিল্লাহ আজমেরি টাওয়ারের নিচে  থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শরিফুল ইসলাম (২৯) আশুলিয়ার বাইপাইল মন্ডলবাড়ী এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইল এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে।  এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. শরিফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছে।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহন করা হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages