আশুলিয়া থানা যুবলীগনেত্রী শোভা গ্রেপ্তার - Meghna News 24bd

সর্বশেষ


Monday, May 5, 2025

আশুলিয়া থানা যুবলীগনেত্রী শোভা গ্রেপ্তার



নিজস্ব প্রতিনিধি : 

আশুলিয়া থানা যুবলীগের সদস্য ব্লাক মেইলার খ্যাত শোভা অবশেষে গ্রেপ্তার। 

রাজধানীর দিয়াবাড়ীতে অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার  (৫ মে) বিকেলে রাজধানীর দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানাগেছে গ্রেপ্তারকৃত শাহনাজ পারভীন শোভা আশুলিয়া থানা যুবলীগের নেত্রী। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রাজধানীর দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল। আত্মগোপনে থাকা অবস্থায় ফেসবুকে সরব থেকে সরকার বিরোধী নানা রকম পোস্ট দিয়ে আত্মগোপনে থাকা কর্মীদের উস্কে দেযার অভিযোগ আছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তার যুবলীগ নেত্রীর নামে একাধিক ছাত্র-জনতা হত্যায় মামলা রয়েছে।  আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages