কৃষকের কামড়ে প্রাণ গেলো সাপের - Meghna News 24bd

সর্বশেষ


Friday, November 7, 2025

কৃষকের কামড়ে প্রাণ গেলো সাপের

 


অনলাইন ডেস্ক :

গ্রামাঞ্চলে সাপে কাটার ঘটনা নতুন কিছু নয়। ভারতে প্রতি বছর সাপের কামড়ে প্রাণ হারান ৪৬০০০ মানুষ। তবে এবার দেশটিতে অদ্ভুত এক ঘটনা ঘটেছে। এক কৃষক সাপের কামড় খেয়ে নিজেই সাপকে কামড়ে মেরে ফেলেছেন! ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে।

পুলিশ জানায়, ২৮ বছর বয়সী পুণিত নামের ওই কৃষক ৪ নভেম্বর ধানক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ একটি কালো কোবরা এসে তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। কিন্তু আতঙ্কিত না হয়ে পুণিত উল্টো সাপটিকেই ধরে কামড়ে দেন।

ঘটনাটি বর্ণনা দিতে গিয়ে পুণিত বলেন, ‘আমি ক্ষেতে কাজ করছিলাম, তখন সাপটি আমার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। খুব ব্যথা হচ্ছিল, কিন্তু আমি সাহস হারাইনি। রাগে আমি সাপটাকে ধরে তার মাথায় কামড়ে দিই।’

এলাকাবাসীরা জানায়, ওই সময় সাপটি ঘটনাস্থলেই মারা যায়, তবে পুণিত জ্ঞান হারাননি। পরে দ্রুত তাকে হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা। সেখানে চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম দিয়ে চিকিৎসা করেন।চিকিৎসক শের সিং বলেন, ‘রাতে পুনিতকে হাসপাতালে ভর্তি করা হলে আমরা তাকে অ্যান্টি-ভেনম দিয়েছি এবং পর্যবেক্ষণে রেখেছিলাম। তার সব রিপোর্ট স্বাভাবিক ছিল, পরে তাকে ছেড়েও দেওয়া হয়েছে।’

তবে তিনি সতর্ক করে বলেন, ‘সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক কাজ। যদি সামান্য বিষ মুখ বা মাড়ির ভেতর ঢুকত, সে বাঁচত না। এমন কাজ কখনোই অনুকরণ করা উচিত নয়।’

গ্রামজুড়ে এখন এই ঘটনা সবার মুখে মুখে। তবে এভাবে সাপে কামড় দেওয়ার মতো দুঃসাহস ও বিপদজনক পদক্ষেপ সম্পকে পুণিত বলেন, ‘আমি জানি না তখন কী ভেবেছিলাম। হয়তো রাগে বা ভয়ে করেছি। এখন বুঝি এটা খুবই বোকামি ছিল। আমি ভাগ্যবান যে বেঁচে গেছি।’

সূত্র- নিউজ ১৮

Post Bottom Ad

Responsive Ads Here

Pages