আশুলিয়া প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে আবারো বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক (এমপি )
ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
(৭ নভেম্বর ২০২৫) রোজ শুক্রবার বিকেলে আশুলিয়া থানা শ্রমিক দলের উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।
আশুলিয়া থানা শ্রমিকদলের সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক আ: খালেক এর সঞ্চালনায় আশুলিয়ার পুরো ভাদাইল-পবনারটেক এলাকায় এ পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মো. পিয়াল আলী, ধামসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইদ্রিস আলী ভুইয়া, এছাড়া আরও উপস্থিত ছিলেন >হাজী মো. নুরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আশুলিয়া শ্রমিক দল, মো. জিল্লুর রহমান যুগ্ন সাধারন সম্পাদক আশুলিয়া থানা শ্রমিক দল, মোহাম্মদ নেহাজ উদ্দিন সহ-সভাপতি আশুলিয়া থানা শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ শেষে ভাদাইল দক্ষিণ পাড়া ধামসোনো ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী ভূঁইয়ার অফিসে বিশেষ দোয়া ও গণভোজ এর মধ্য দিয়ে উক্ত পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

