অবশেষে বিতর্কিত বিসিবির পরিচালককে সরিয়ে দেয়া হলো - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, October 7, 2025

অবশেষে বিতর্কিত বিসিবির পরিচালককে সরিয়ে দেয়া হলো

 


নিজস্ব প্রতিনিধি :

বিসিবির পরিচালনা পরিষদের ভোট গ্রহণের ফলাফল জানানোর আগ মুহূর্তে জানা যায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনয়ন পেয়েছেন দুই পরিচালক। তারা হলেন- ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। ক্রিকেট মহলের সঙ্গে তাদের দুজনের কোন ধরনের পূর্ব সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। সে কারণেই বেশ তড়িঘড়ি করে খোঁজা শুরু হয় তাদের পরিচয়- তখনই চক্ষু চড়কগাছ।

এনএসসি থেকে মনোনয়ন পাওয়া ইশফাক আহসানের সম্পৃক্ততা আছে আওয়ামী লীগের সঙ্গে। শুধু আওয়ামী সম্পৃক্ততা নয়, দলটির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি ২০২৪ সালে হওয়া জাতীয় নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইশফাক। এরপরেই তাকে ঘিরে তৈরি হয় সমালোচনা। ফলে ছয় ঘণ্টার মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয় বিসিবি থেকে।

এনএসসির সচিব কাজী নজরুল ইসলাম জানান, আগামী মঙ্গলবারের মধ্যে নতুন পরিচালকের নাম ঘোষণা করা হবে। কে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পাচ্ছেন তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, যিনি পরিচালক হিসেবে আসবেন, তিনি একজন নারী।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages