আশুলিয়া প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ২৮জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়ার বোর্ড থেকে নগদ ৯ লক্ষ টাকা ও ২৫ বান্ডেল তাস উদ্ধার করা হয়।
শুক্রবার (০৩ অক্টোবর) ভোর রাতে আশুলিয়ার বগাবাড়ী এলাকার শফিকুল ইসলামের মালিকানাধীন একটি বিল্ডিংয়ের ৪র্থ তলার একটি ফ্লাট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- সুভাস চন্দ্র দাস (৪২), মকবুল হোসেন (৩৮), মোঃ শাহ আলম (৩৬), আরিফুল ইসলাম (৪৬), শরিফ হোসেন (৩৫), মোঃ নোমান (৩২), মোঃ আলম (৪৮), মোঃ জহির (৪৪), হাবিবুর রহমান হাবিব (৩৫), আব্দুল হেলাল (৪২), মোঃ বেল্লাল (৩৮), মাহমুদ হাসান জালাল (৪৭), মোঃ বাবুল (৩০), আহসান উল্লাহ খান কাজল (৪৭), সুমন (২৮), জাহেদুল ইসলাম (৪০), মোঃ রাকিব (৩০), মোঃ হাসানুজ্জামান (৪০), মোঃ আরজু (৩০) , শাহ আলম (৩০), মোঃ মিরাজ (৩০), মাসুদ রানা (৩২), মোঃ রেজাউল (৪৩), নাদিম (২১), রফিকুল ইসলাম (৪০), মোঃ মাইন (৩০), করিম (৩৫) ও নূর মোহাম্মদ আরজু (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে ডিউটিরত অবস্থায় গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বগাবাড়ী এলাকায় একটি বিল্ডিংয়ে কতিপয় জুয়াড়িরা টাকার বিনিময়ে জুয়া আসর পরিচালনা করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সহ উক্তস্থানে অভিযান চালিয়ে ২৮জন জুয়াড়িকে আটক করা হয়। পরে ওই জোয়ার আসর থেকে নগদ ৯ লক্ষ ৬ হাজার ৭৩০ টাকা এবং ২৫ বান্ডেল তাস উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান (ওসি) জানান, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।