আশুলিয়ায় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ ৭জন গ্রেপ্তার - Meghna News 24bd

সর্বশেষ


Friday, October 31, 2025

আশুলিয়ায় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ ৭জন গ্রেপ্তার



মাসুদ রানা, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :

রাজধানী ঢাকার সন্নিকটে  আশুলিয়ায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৭জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী । পরে আটককৃত আসামিসহ তাদের কাছ থেকে  উদ্ধারকৃত জিনিসপত্র আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- আশুলিয়ার গাজীরচট এলাকার মেহেদী হাসান মিঠুন (২৪), মোঃ মোজাম্মেল ভূঁইয়া (৪৪) ও মাসুমা আক্তার রিয়া (২৩), চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীনগর থানা এলাকার মোঃ জাহিদুল আলম (২৪), রাজশাহী জেলার জামিরা হাটপাড়া এলাকার নায়ন আলী (১৮), বগুড়া জেলার ফুলবাড়ী থানা এলাকার মোঃ গোলাম রাব্বি (১৮) এবং আশুলিয়ার কান্দাইল এলাকার বাবর হোসেন ওরফে বাবলু।

সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় হঠাৎ ৫ রাউন্ড গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি জামগড়া আর্মি ক্যাম্পকে জানালে জামগড়া আর্মি ক্যাম্পের টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এলাকাবাসীর নিকট থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে মেহেদী হাসান মিঠুন, মোজাম্মেল ভূঁইয়া, জাহিদুল আলম ও মাসুমা আক্তার রিয়া নামের চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেপ্তারৃকত আসামিদের স্বীকারোক্তির মাধ্যমে পুলিশসহ তল্লাশি করে ১টি ৭.৬৫ মিমি পিস্তল, ৮ রাউন্ড পিস্তলের গুলি, ২টি পিস্তলের ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, ১টি শটগানের বাটস্টক, ২টি ইলেকট্রিক শকার, ৩টি ওয়াকি-টকি ও কয়েকটি দেশীয় অস্ত্র এবং ৩ হাজার ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ গ্রাম গাঁজা, ৪ লিটার বিদেশি মদসহ ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সেনা বাহিনী আরও জানায়, শুক্রবার ভোর রাতে আশুলিয়ার কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে নায়ন আলী, বাবর হোসেন ওরফে বাবলু ও গোলাম রাব্বি নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তির মাধ্যমে পুলিশসহ তল্লাশি করে ১টি পিস্তল, ১টি দেশি অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজাসহ অপরাধ সংক্রান্ত রেকর্ডযুক্ত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত আসামি এবং বিভিন্ন উদ্ধারকৃত মালামাল আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানায় সেনাবাহিনী।

আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, সেনাবাহিনী সাতজনকে আটক করে থানা হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক  মামলা দায়ের  করা হয়েছে। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages