ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ - Meghna News 24bd

সর্বশেষ


Friday, October 31, 2025

ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

 


অনলাইন ডেস্ক :

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসকন (ISKCON) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ-এর ব্যানারে আয়োজিত এই সমাবেশে বক্তারা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সংগঠনটিকে দ্রুত নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকন সংগঠনটি ধর্মীয় কর্মকাণ্ডের আড়ালে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে এবং দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে কোনো উগ্র হিন্দুত্ববাদী বা ধর্মবিদ্বেষী কার্যক্রম বরদাশত করা হবে না।

বক্তারা আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানান, সংগঠনটির কার্যক্রম তদন্ত করে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক। অন্যথায়, দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ গণআন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রকাশনা সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আব্দুল লতীফ সমাবেশে বলেন, “ইসকন নামের সংগঠনটি ধর্মীয় ছদ্মাবরণে দেশে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। সরকারের উচিত দ্রুত এ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”

ঢাকা দক্ষিণ শাখার সহসভাপতি কাজী হারুনূর রশীদ বলেন, “বাংলাদেশ একটি শান্তিপ্রিয় ও ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। কিন্তু ইসকন বারবার উসকানিমূলক আচরণের মাধ্যমে সেই সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, যেন এই ধরনের বিভাজনমূলক সংগঠনগুলোকে কঠোরভাবে দমন করা হয়।”

Post Bottom Ad

Responsive Ads Here

Pages