যুবলীগনেতা ওমর আলী সজিবের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সহয়তা প্রদান - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, March 31, 2020

যুবলীগনেতা ওমর আলী সজিবের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সহয়তা প্রদান


মাসুদ রানা : করোনা ভাইরাসের কারণে দেশে চলমান অঘোষিত লকডাউনে বিপাকে খেটে খাওয়া নিম্ন শ্রেণীর মানুষগুলো। আর এই মানুষ গুলোকে একটু কষ্ট লাগবে তাদের হাতে তুলে দিলেন চাল ডাল তেল আলু পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য।আর এ মহৎ কর্মটি সম্পন্ন করছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক লেখক ও কন্ঠশিল্পী  যুবলীগনেতা ওমর আলী সজিব।
সোমবার ৩০ মার্চ বিকালে আশুলিয়ার ভাদাইল এলাকায় নিজ উদ্যোগে অসহায় মানুষের বাড়ী বাড়ী পৌছে দেন খাবার।
এ প্রসঙ্গে ওমর আলী সজিব জানান, আজ তারা চরম বিপদগ্রস্থ হয়ে পড়েছেন।এই অবস্থায় মানুষ মানুষের জন্য এই মূলমন্ত্রকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। এসময় তিনি দেশের এই বিপদ মুহূর্তে দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages