আশুলিয়া প্রতিনিধি : নিজ উদ্যোগে শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো: মনির হোসেন। সোমবার (৩০ মার্চ) আশুলিয়ার ধলপুর এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রায় শতাধিক কর্মহীন মানুষের মাঝে ২কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম পিঁয়াজ ও ১ কেজি আলু বিতরণ করেন তিনি।
এ প্রসঙ্গে মোঃ মনির হোসেনন বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রায় সব কিছু বন্ধ রয়েছে। অপ্রয়োজনে কেউ বাড়ি থেকে বাহির হচ্ছেন না। এতে করে দিনমজুর শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। কর্ম বন্ধ হওয়ায় তারা পরিবারের জন্য খাদ্য জোগান দিতে পারছেন না। তাই নিজ উদ্যোগে এসব মানুষকে খুঁজে খুজে খাবার বিতরণ করছি।
এসব খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এর আগেও তিনি মাস্ক, স্যানিটাইজার, ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
তিনি কর্মহীন মানুষের পাশে বিত্তবানদের প্রতি এগিয়ে আসার আহবান জানান ।
এসময় উপস্থিত ছিলেন, এলাকাবাসী মো: সোহাগ গাজী, মো: মিরাজুল ইসলাম মিরাজ, জিল্লু, মনির, আলীসহ প্রমুখ ব্যক্তিবর্গ।