আশুলিয়ায় ছাত্র হত্যাসহ দু’ডজন মামলার আসামী তজিবর ডাকাত গ্রেফতার - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, December 14, 2025

আশুলিয়ায় ছাত্র হত্যাসহ দু’ডজন মামলার আসামী তজিবর ডাকাত গ্রেফতার



আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় কুখ্যাত ডাকাত বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলায় সাভার ও আশুলিয়া থানায় এজারহার নামীয় আসামী তজিবর ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে তাজপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র আইন, মাদক ব্যবসা, হত্যা, ছিনতাইসহ দুই ডজন মামলা রয়েছে।

আশুলিয়া থানার এস আই মাসুদ আল মামুন জানান, তজিবর ডাকাত আশুলিয়া থানাধীন তাজপুরের বাসিন্দা। তার পিতার নাম রজিউল্লাহ সরকার। তার বিরুদ্ধে সাভার থানায় মাছ ব্যবসায়ি নবী নুর মোড়ল ও আশুলিয়া থানায় মামুন খন্দাকার হত্যাসহ একাধিক মামলায় আসামী। তাকে ইতিপূর্বে সাভার ও আশুলিয়া থানা পুলিশ নানা প্রকার অস্ত্রসহ একাধিক বার গ্রেফতারী করেছিল। দীর্ঘদিন হাজত বাসের পর ২০২৪ সালের প্রথম দিকে সে জামিনে মুক্ত হয়ে আওয়ামী রাজনীতে জড়িয়ে অস্ত্রধারী ক্যাডার বনে যায়। পরে সাভার ও আশুলিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দলবল নিয়ে অস্ত্রহাতে হামলা চালায়। 

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে তাকে আটক করার জন্য সোর্স নিয়োগ করা হয়েছিল। কিন্ত এক স্থানে সে বেশী ক্ষণ অবস্থান না করায় এবং ঘন ঘন স্থান পরিবর্তনের ফলে কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করা হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages