উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, November 16, 2025

উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

 

এনসিপি কার্যলয় ও উপদেষ্টা রিজওনা হাসান



অনলাইন ডেস্ক : রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে এই বিস্ফোরণ ঘটে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।

উপদেষ্টা রিজওয়ানা হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনাতেও কেউ হতাহত হয়নি।

এদিকে আগামীকাল সোমবার জুলাই গণ–অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। রায়কে কেন্দ্র করে গত সপ্তাহজুড়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে বাস–ট্রেনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং সহিংসতার ঘটনা ঘটছে।

গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়া ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার সন্দেহে আওয়ামী লীগের ১৮ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল হামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। পরে পথচারী এবং বিভিন্ন পরিবহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এরআগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages