কুমিল্লার সাবেক এমপি বাহারের মেয়ে সুচির টাকায় মিছিল করতে এসে আটক ৪৪ - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, November 16, 2025

কুমিল্লার সাবেক এমপি বাহারের মেয়ে সুচির টাকায় মিছিল করতে এসে আটক ৪৪



অনলাইন ডেস্ক  :

দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়া স্বৈরাচার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও মিছিল করার সময় ৪৪ জনকে আটক করেছে পুলিশ। এরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী । আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লায় অরাজকতা,আইনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে সাবেক এমপি বাহারের মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সুচির টাকায় শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ নগরীর টমছম ব্রিজ, বাদুরতলা ও ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জন আটক করা হয়। এছাড়াও কুমিল্লা জেলা বিভিন্ন জায়গায় থেকে আরো ১৫ জনকে আটক করা হয়েছে ।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, নগরীর বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ ছাত্রলীগ নাশকতার পরিকল্পনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জনকে মিছিল করার সময় আটক করা হয়েছে।

কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন বলেন, কুমিল্লায় যারা অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গতরাত ও আজ ভোরে নাশকতা করার সময় ৪৪ জনকে আটক করা হয়েছে।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages