বিনোদন ডেস্ক :
সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভক্তদের মানববন্ধন
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন অভিনেতার ভক্তরা।
শনিবার দুপুরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা সালমান অনুরাগীরা অংশ নেন। মানববন্ধন থেকে তারা প্রশাসনের কাছে জানতে চান মামলা দায়েরের ১১ দিন পেরিয়ে গেলেও কেন এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।
মানববন্ধনে ভক্তরা স্লোগান দেন, খুনিরা জেলে যাক, ছেলে হারা মায়ের ডাক, বিচার চাই বিচার চাই, সালমান হত্যার বিচার চাই। এ সময় অনেকেই হাতে ‘সালমান হত্যার বিচার চাই’ লেখা পোস্টার ও প্ল্যাকার্ড ধারণ করেন।
জামান নামে এক সালমান ভক্ত বলেন, সালমান হত্যার আসামীদের গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। মামলার ১১ দিন পার হলেও এখনও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। যারা দেশে আছেন-বিশেষ করে খলনায়ক ডন ও সামিরা হক, তাদের প্রকাশ্যে দেখা গেছে। ডন কিছু দিন আগেই চ্যালেঞ্জ করেছিলেন আমাদের সঙ্গে প্রেস ক্লাবে বসবেন প্রমাণ দিতে যে সালমানকে হত্যা করা হয়নি। আজ তিনি কোথায়?
তিনি আরও বলেন, মামলার দুই দিন পর ডন ফেসবুকে লিখেছিলেন, দুই-তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করবেন। বলেছেন, তিনি বাসাতেই আছেন। যদি তাই হয়, তাহলে এখনও কেন তাকে গ্রেপ্তার করা হলো না?
জামান অভিযোগ করেন, সামিরা হক বারবার দাবি করেছেন, সালমান আত্মহত্যা করেছেন। কিন্তু ২৯ বছর পর যখন অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপ নিল, তখন সামিরা কেন দেশ ছাড়লেন? তিনি ভয় পাচ্ছেন কেন?
মানববন্ধনে উপস্থিত ভক্তরা সালমান শাহ হত্যার সঠিক তদন্ত ও দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একে একে থানা-পুলিশ, সিআইডি, র্যাব, পিবিআইসহ একাধিক সংস্থা তদন্ত চালায়। সব প্রতিবেদনেই ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও সালমানের পরিবারের আপত্তিতে প্রতিবারই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়।
মাত্র ২৫ বছরের জীবনে সালমান শাহ ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন-সব কটিই ছিল বাণিজ্যিকভাবে সফল।
নব্বইয়ের দশকে দেশের চলচ্চিত্রে রোমান্টিক হিরোর নতুন ধারা শুরু হয় তার হাত ধরে। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেমযুদ্ধ’সহ তার প্রতিটি সিনেমাই বক্স অফিসে হিট হয়।
