আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও গাজা উদ্ধার - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, November 2, 2025

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও গাজা উদ্ধার

 


 আশুলিয়া প্রতিনিধি :

আশুলিয়ায় গাঁজা ও ইয়াবা সহ  দুই মাদক ব্যবাসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (০১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ২নং কলমা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আলী নগর বাংলা বাড়ী এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে সালাম (৪৫) ও আশুলিয়ার পূর্ব সদরপুর এলাকার কামরুজ্জামান বাবুর ছেলে হাদিউজ্জামান রানা (২১)। সালাম বর্তমানে আশুলিয়ার চারাবাগ উত্তরপাড়া থাকেন বলে জানায়।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুয়িলার ২নং কলমা এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার সালামের বিরুদ্ধে আশুলিয়া থানায় ৫টি মাদক মামলা সহ অন্তত ৬টি মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামিদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages