জাকসু ভোট গ্রহন শেষ চলছে গণনা - Meghna News 24bd

সর্বশেষ


Friday, September 12, 2025

জাকসু ভোট গ্রহন শেষ চলছে গণনা

 


জা বি প্রতিনিধি :

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, আর শেষ হয়েছে বিকাল ৫টায়। এখন ভোট গণনার পর ফলাফলের অপেক্ষা।

জাকসু নির্বাচনে ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ইসলামী ছাত্রশিবির, বামপন্থি সংগঠন, স্বতন্ত্রসহ আট প্যানেলে ভাগ হয়ে শিক্ষার্থীরা অংশ নিলেও কারচুপিসহ বেশ কয়েকটি কারণ উল্লেখ করে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। 

এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন ভোটার রয়েছে। কেন্দ্রীয় ও হল সংসদে প্রায় ৫৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ১০২ জন। ফলে মোট প্রার্থীর সংখ্যা কমেছে। ২১টি হলে ২২৪টি বুথ স্থাপন করা হয়। এর মধ্যে ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের ১০টি হলে রয়েছে ভোটকেন্দ্র।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages