সামিউল হোসেন :
জাকসু নির্বাচনে ভোট গণনা চলছে। বৃহস্পতিবার সারা রাত ভোট গণনা করা হবে। শুক্রবার ভোটের ফল ঘোষণা করা সম্ভব হবে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ.কে. এম রাশিদুল আলম বলেন, ‘ভোট গণনা করতে বৃহস্পতিবার সারা রাত লেগে যাবে। আশা করছি কাল (শুক্রবার) দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।’ তিনি জানান, নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।