কেমন আছে হাদি? জানালেন এভারকেয়ারের ডা. - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, December 14, 2025

কেমন আছে হাদি? জানালেন এভারকেয়ারের ডা.

 


অনলাইন ডেস্ক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ব্যাপারে এভারকেয়ার হাসপাতালের ডাক্তারগণ  রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শরিফ ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড থেকে এক বিবৃতিতে জানানো হয় এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন তিনি। মেডিকেল বোর্ড জানায়, ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুসফুসে ইনজুরি বিদ্যমান। তবে তার কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে।

বিবৃতিতে মেডিকেল আরও জানায়, গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।

এখন তিনি নিজ থেকে শ্বাস নিচ্ছেন, তার কিডনি সচল হয়েছে। অন্যদিকেে হাদির পরিবার তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages