এলডিপির শাহাদাত হোসেন সেলিম যোগ দিলেন বিএনপিতে, ফেসবুকে লিখলেন "আলহামদুলিল্লাহ" - Meghna News 24bd

সর্বশেষ


Monday, December 8, 2025

এলডিপির শাহাদাত হোসেন সেলিম যোগ দিলেন বিএনপিতে, ফেসবুকে লিখলেন "আলহামদুলিল্লাহ"

 


নিজস্ব প্রতিবেদক :

বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। বিএনপিতে যোগদানের পর সোমবার (৮ ডিসেম্বর) নিজের ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন সেলিম

বাংলাদেশ এলডিপি বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র ১২ দলীয় জোটের অন্যতম শরিক দল ছিল।

শাহাদাত হোসেন সেলিমকে বিএনপিতে স্বাগত জানিয়ে আমীর খসরু বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের কাণ্ডারি হচ্ছেন শাহাদাত হোসেন সেলিম। তিনি (সেলিম) এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।’

বিষয়টি মেঘলা নিউজ টুয়েন্টি ফোর কে নিশ্চিত করেছেন যোগদান অনুষ্ঠানে উপস্থিত থাকা সদ্য বিলুপ্ত করা বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু।

তিনি জানান, বাংলাদেশ এলডিপির ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সবাই আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এর মধ্য দিয়েই বাংলাদেশ এলডিপি বিলুপ্ত হলো।

যোগদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages