আশুলিয়ায় নিখোঁজের দুই মাস পর অটোরিকশা চালক কিশোরের কংকাল উদ্ধার - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, December 2, 2025

আশুলিয়ায় নিখোঁজের দুই মাস পর অটোরিকশা চালক কিশোরের কংকাল উদ্ধার

 


আশুলিয়া প্রতিনিধি : 

সাভারের বিরুলিয়া ইউনিয়নের আমিন মোহাম্মদ টাউনের ঝাঁউ বাগান থেকে নিখোঁজের দুই মাস পর এক কিশোরের কংকাল সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ কিশোরের নাম- মিলন হোসেন (১৫)। তিনি সাভারের আশুলিয়া ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় পরিবারের সাথে ভাড়া থেকে অটোরিক্স চালাতেন। 

কিশোর মিলন হোসেনের মা’ জোসনা বেগমের দাবী কংকাল উদ্ধার হওয়া কিশোর মিলন তার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মাহবুব উল্লাহ সরকার  বলেন, ডিএনএ টেস্ট করার পর আমরা নিশ্চিত হতে পারবো উদ্ধার হওয়া কংকাল কিশোর মিলন হোসেনের কি না। অপরদিকে স্বজনদের অভিযোগ, মিলন হোসেন নিখোঁজের পর থানায় অভিযোগ এবং পরবর্তীতে পুলিশের পরামর্শে মামলা করলেও বিভিন্ন অজুহাতে আসামী গ্রেফতার করে কোন ব্যবস্থা নেননি।  

নিহতের স্বজন ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, সাভারের বিরুলিয়া ইউনিয়নের আমিন মোহাম্মদ টাউনের ঝাঁউবাগানে সোমবার বিকেলে কিশোর মিলনের মা’ জোসনা বেগম ছেলের জিন্সর প্যান্ট ও টি-শার্ট দেখে মিলনের লাশ সনাক্ত করেন এবং ঝাঁউবাগান থেকে কংকাল দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ কংকাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

মিলন হোসেনের বোন ফারজানা জানান, তার ভাই মিলন হোসেন গত ২৯ সেপ্টম্বর অটোরিক্্রা চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে এ ঘটনায় থানায় মোঃ সুমন (২৫) পিতা মোঃ বাচ্চু মিয়া, থানা- সুনামগনজ জেলা-সিলেটকে অভিযুক্ত করে এবং অজ্ঞাত ৩ জনকে আসামী করে তার মা’ জোসনা বেগম একটি অভিযোগ দায়ের করে। এ বিষয়ে আমরা পুলিশের কাছে গেলে তারা বলেন, আমার ভাই মেয়ে নিয়ে গাইবান্ধা পালিয়ে গেছে। তিনি আরো বলেন, পরবর্তীতে একটি মোবাইলের কল রেকর্ডার সূত্র ধরে আমাদের থানায় মামলা করার পরামর্শ দিলে ১৮ নভেম্বর আশুলিয়া থানায় মোঃ সুমনকে আসামী করে একটি মামলা দায়ের করি। কিশোর মিলন হোসেনের বোন ফারজানা আরো অভিযোগ করে বলেন, আমার ভাই নিখোঁজের পর পুলিশ আসামী গ্রেফতারের ব্যাপারে আমাদের সাথে বিভিন্নভাবে টালবানা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মাহবুব উল্লাহ সরকার বলেন, কংকালটি ফরেনসিক তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে এবং পরে নিশ্চিত হওয়া যাবে এটি কিশোর মিলনের লাশ কি না। স্বজনদের নানা অভিযোগের ব্যাপারে তিনি বলেন, পরিবার অভিযোগ করতেই পারেন। তিনি আরো বলেন, এ ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামী মোঃ সুমনকে গ্রেফতার করা হয়েছে। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages