সিলেটে নিজ বাসার ছাদ থেকে আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, November 1, 2025

সিলেটে নিজ বাসার ছাদ থেকে আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিহত আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক


সিলেট প্রতিনিধি :

সিলেটে নিজ বাসার ছাদ থেকে আব্দুর রাজ্জাক নামে এক আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। নিহতের শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন দেখা গেছে।

নিহত আব্দুর রাজ্জাক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের সালিস ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়না তদন্ত করা হচ্ছে। বাড়ির সিসি ক্যামেরায় বহিরাগত কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। বাকি রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages