মধ্যরাতে র‌্যাগিংয়ের নামে ভয়াবহ নির্যাতন, গণ বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী বহিষ্কার - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, November 26, 2025

মধ্যরাতে র‌্যাগিংয়ের নামে ভয়াবহ নির্যাতন, গণ বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী বহিষ্কার

 


আশুলিয়া প্রতিনিধি : 

ঢাকার সাভারের আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে মধ্যরাতে বাসা থেকে ডেকে নিয়ে র‌্যাগিং এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টরিয়াল বডির সদস্য সচিব কনক চন্দ্র রায়।

তিনি বলেন, ‘‘এ ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে, বিভাগীয় তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে যে ৮ শিক্ষার্থীর নাম এসেছে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তদন্ত এখনো চলমান। চূড়ান্ত প্রতিবেদনে আর কেউ জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন—বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অন্তু দেওয়ান (২৭ ব্যাচ), আসাদুর রহমান (৩২ ব্যাচ), আশরাফুল ইসলাম (৩২ ব্যাচ), তরিকুল ইসলাম (২৭ ব্যাচ), মেহেদী হাসান (২৮ ব্যাচ), নাঈম (৩২ ব্যাচ), মেহেদী (৩২ ব্যাচ) ও আসিফ রহমান লাবিব (২৮ ব্যাচ)।

এর আগে, গত সোমবার মধ্যরাতে গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শের আলীকে (৩৩ ব্যাচ) একটি মেসে ডেকে নিয়ে র‌্যাগিং এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।

শের আলী রংপুরের পীরগঞ্জের মাহমুদপুর এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ায় একটি মেসে থাকেন। এ ঘটনার পরে তাকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages