অনলাইন ডেস্ক :
বিশ্বনন্দিত সংগীতশিল্পী রুনা লায়লার আজ জন্মদিন। বরাবরের মতো এবারের দিনটিও তিনি উদযাপন করবেন ঘরোয়া আয়োজনে, পরিবারের সদস্যদের সঙ্গেই। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশেষ কোনো বর্ণাঢ্য আয়োজন থাকছে না বলেও জানিয়েছেন এ গুণী শিল্পী।
দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু, সিন্ধি ও ইংরেজিসহ ১৮টি ভাষায় গান গেয়েছেন রুনা লায়লা। তার গাওয়া জনপ্রিয় গান ‘দমা দম মাস্ত কালান্দার’ নতুন করে কণ্ঠায়িত হয়েছে কোক স্টুডিও বাংলার জন্য। রোববার কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। তৃতীয় সিজনের ঘোষণা আসার পর থেকেই আলোচনা ছিল যে, এ সিজনে গান করছেন রুনা লায়লা। টিজার প্রকাশের পর অবশেষে পুরো গানটি প্রকাশ পায় ১৪ নভেম্বর।
এদিকে জন্মদিন উপলক্ষে আজ প্রকাশিত হচ্ছে তাকে নিয়ে লেখা উপন্যাস ‘মায়ার সিংহাসন’। আব্দুল্লাহ আল মুক্তাদিরের লেখা এ গ্রন্থে উঠে এসেছে বাংলাদেশের জনসংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, সংগ্রাম ও কিংবদন্তি হয়ে ওঠার গল্প। বইটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।
জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘এখন পরিবারের সঙ্গেই দিনটি কাটে। ছোটবেলার জন্মদিনগুলোই বেশি মনে পড়ে—মা নতুন জামা বানিয়ে দিতেন, রান্না করতেন নানা মজার খাবার। সংগীতজীবনে এতদূর আসতে বাবা-মা, বড় বোন দীনা লায়লা ও পরিবারের সবার অসাধারণ সহযোগিতা পেয়েছি। হাজারো গান করেছি—প্রতিটি গানই ছিল চ্যালেঞ্জিং, প্রতিবারই নতুন কিছু শেখার সুযোগ হয়েছে। আজও সেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। মানুষের অগাধ ভালোবাসাই আমাকে এতদূর নিয়ে এসেছে।’
