পদ্মা নদীর ২৬ কেজি ওজনের পাঙাশ বিক্রি হলো ৭০ হাজার টাকায় - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, November 2, 2025

পদ্মা নদীর ২৬ কেজি ওজনের পাঙাশ বিক্রি হলো ৭০ হাজার টাকায়



অনলাইন ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ২৬ কেজি ওজনের একটি পাঙাশ ধরা পড়েছে। পরে মাছটি ৭০ হাজার টাকা দিয়ে কিনে নেন এক অস্ট্রেলিয়া প্রবাসী।

রোববার (০২ নভেম্বর) সকালে মাছটি কিনে নেন তিনি।

এর আগে রোববার ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে স্থানীয় জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়ৎদার হালিম সরদারের আড়ৎ ঘর থেকে নিলামে মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

এ বিষয়ে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, প্রতিদিনের মতো রোববারও সকালে বাজারে মাছ কিনতে যাই। এ সময় হালিম সরদারের আড়ৎ ঘরে বিশাল আকারের এ পাঙাশটি নিলামে তুললে আমিও শরীক হই। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ৬০০ টাকা দিয় কিনে নেই।

পরে মাছটির ছবি ও ভিডিও করে ফেসবুকে বিজ্ঞাপন দিলে কবির নামের এক অস্ট্রেলিয়া প্রবাসী ভাই তার পরিবারের জন্য ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন। মাছটি কুষ্টিয়াতে ডেলিভারিতে দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, ২২ দিন ইলিশ রক্ষা অভিযানের জন্য জেলেরা নদীতে নামতে না পারায় নদীর অন্যান্য মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে। নদীতে বড় পাঙাশ মাছ পেয়ে জেলেরা খুশি হচ্ছেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages