চট্টগ্রামে চেকপোস্ট দেখে পালালেন চালক, গাড়িতে মিললো এক লাখ ইয়াবা - Meghna News 24bd

সর্বশেষ


Friday, November 14, 2025

চট্টগ্রামে চেকপোস্ট দেখে পালালেন চালক, গাড়িতে মিললো এক লাখ ইয়াবা



চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরের কোতোয়ালীতে বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থানার মেরিনার্স রোড চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে এ অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। 

পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা পাচারেরর তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। থানার মেরিনার্স রোডে অস্থায়ী চেকপোস্টে সন্দেহজনক গাড়িটিকে থামার সংকেত দেয় পুলিশ৷ এ সময় চালক কিছুটা দূরে গাড়ি থামিয়ে পালিয়ে যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, যানজট থাকায় তখন চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে গাড়িটি জব্দ করে তল্লাশি করা হলে ব্রেক ঢালার ভেতর লুকানো একটি কালো ট্রাভেল ব্যাগ থেকে দশটি বড় ইয়াবার প্যাকেট পাওয়া যায়। প্রতিটি বড় প্যাকেটে ১০ হাজার করে মোট এক লাখ ইয়াবা ছিল। গাড়ির চালক ও ইয়াবা পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages