৪ ছেলের বিরুদ্ধে মামলা করলেন মা - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, October 25, 2025

৪ ছেলের বিরুদ্ধে মামলা করলেন মা



চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব দক্ষিণে নেশাখোর ৪ ছেলের অত্যাচার সইতে না পেরে থানায় মামলা করতে বাধ্য হয়েছেন এক মা। শনিবার মতলব দক্ষিণ থানায় সন্তানদের বিরুদ্ধে মামলা করেন তিনি। তার নাম হোসনেয়ারা বেগম, বাড়ি উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামে।

এলাকাবাসী জানান, ওই গ্রামের ওজি বাড়ীর মোখলেসুর রহমানের চার ছেলে পারভেজ (৩৫), রফিক (৩২), কাউসার (২৮) ও রাসেল (২০) গাজা ও ইয়াবা সেবন করে। তারা এগুলোর কারবারের সাথেও জড়িত। প্রতিদিনই এই ছেলেরা নেশা করার পর বাবা-মাকে মারধর করে।

২১ অক্টোবর মোখলেসুর রহমানের স্ত্রী হোসনেয়ারা বেগমকে তার ছেলে রাসেল ও কাউসারকে ইয়াবা সেবনে বাধা দেন। এতে ছেলেরা তাকে ব্যাপক মারধর করে। পরে হোসনেয়ারার ভাই আক্কাস তাকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

৪ সন্তানের জননী হোসনেয়ারা বেগম বলেন, আমার চার সন্তানই আমাদের ভরণপোষণ দেয় না। নেশা করে আমাদের ওপর অত্যাচার করে। ওই দিন আমার ছেলে কাউসার আমাকে অনেক মারধর করেছে। অত্যাচার সইতে না পেরে বাধ্য হয়ে থানায় মামলা দিয়েছি।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages