সাভার (ঢাকা) প্রতিনিধি :
সাভারে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (০৮ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে মঙ্গলবার বিকেলে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার সদর থানার লক্ষীপুর এলাকার মৃত হবি খাঁর ছেলে মোঃ মনির খাঁ (৩৮) ও তার স্ত্রী শ্যামলী খাতুন (৩২)। তারা বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকার ওমরের বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি পুলিশ। এ সময় স্বামী স্ত্রী কে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।