আশুলিয়ার ডিইপিজেডের সামনে শ্রমিক বিক্ষোভ - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, October 26, 2025

আশুলিয়ার ডিইপিজেডের সামনে শ্রমিক বিক্ষোভ

 


আশুলিয়া প্রতিনিধি :

 আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) সামনে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পোশাক কারখানার কয়েকশ' শ্রমিক। একই মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠান—এক্টর, সাউথ চায়না ও গোল্ড টেক্স-এর সাধারণ শ্রমিকেরা এই বিক্ষোভে অংশ নেন।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডিইপিজেড-এর প্রধান ফটকের সামনে শ্রমিকেরা জড়ো হন। তাদের দাবি, কারখানাগুলো বন্ধ ঘোষণা না করেই গত তিন মাস ধরে তাদের বেতন বকেয়া রাখা হয়েছে। একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান না পাওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

​খবর পেয়ে স্থানীয় শিল্প পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তারা শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

​তবে এ বিষয়ে কারখানা মালিকপক্ষ বা ডিইপিজেড কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

​শ্রমিকেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধ করা না হয়, তবে তারা তাদের আন্দোলন আরও জোরদার করবেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages