সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারে নিখোঁজের ১১ দিন পর রাব্বি (২৩) নামের এক অটোরিকশা চালকের হাত বাঁধা ও বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সাভারের উত্তর কলমা এলাকার স্ট্রবেরি বাগান সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাব্বি ওই এলাকার মৃত সবজেল খানের ছেলে এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর রাব্বি নিখোঁজ হলে তার পরিবার সাভার মডেল থানায় নিখোঁজ ডায়েরি করে। নিখোঁজের ১১ দিন পর স্থানীয়রা পঁচা গন্ধ পেয়ে জঙ্গলে গিয়ে বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাইজুর খাঁন বলেন, “নিহতকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে জঙ্গলে ফেলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
