বরিশাল ব্যুরো প্রধান :
মৃত্যুর পর পদ ফেরত পেলেন বিএনপি নেতা!
ঝালকাঠির রাজাপুরে মৃত্যুর চারদিন পর দলীয় পদ ফিরে পেয়েছেন সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা নাসিম আকন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তি সাংবাদিকদের হাতে পৌঁছেলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার ফেলে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে দেয়া অব্যাহতি প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করা হয়েছে। এর আগে, দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছিল।
পদ ফিরিয়ে দেয়ার চিঠিটি কেন্দ্র থেকে ২৮ অক্টোবর জারি করা হয়। তবে মৃত্যুর একদিন আগের অর্থাৎ ২৪ অক্টোবর তার পদ ফিরিয়ে দেয়া হয়েছে বলে তাতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে আপনাকে অব্যাহতি দেয়া হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক অব্যাহতি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ সকল পদে পুনর্বহাল করা হলো। আর ওই চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রসঙ্গত, চাঁদাবাজির অভিযোগে গত ২৫ জানুয়ারি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ ২৫ জানুয়ারি হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়।
