সিরাজগঞ্জে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, October 29, 2025

সিরাজগঞ্জে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক



সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে পরকীয়া প্রেমিকের প্ররোচনায় স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে নববধূ তানজিলা খাতুনের বিরুদ্ধে। পুলিশ নিহত আব্দুল করিমের মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল করিম (২৫) উপজেলার নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে। এক মাস আগে তার বিয়ে হয় সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাচেন আলীর মেয়ে তানজিলা খাতুনের সঙ্গে। বিয়ের আগেই তানজিলার প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী সিএনজি চালক নূর আলম ওরফে নাহিদের সঙ্গে।

বিয়ের পরও তাদের সম্পর্ক বজায় থাকে। সম্প্রতি তানজিলা বাবার বাড়ি গেলে নাহিদ তাকে পুনরায় বিয়ের প্রস্তাব দেয় এবং স্বামী করিমকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, নাহিদ তানজিলাকে গ্যাস ট্যাবলেট কিনে দেয় এবং সেটিকে কৃমির ওষুধ বলে স্বামীকে খাওয়ানোর পরামর্শ দেয়।

গত ২৭ অক্টোবর রাতে তানজিলা স্বামী করিমকে ট্যাবলেটটি খাওয়ায়। কিছুক্ষণ পর করিমের পেটে তীব্র জ্বালাপোড়া শুরু হলে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরে অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতালে এবং পরবর্তীতে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয় এবং তানজিলাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

স্বামী হত্যার এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, এমন নির্মম ঘটনার পর পুরো গ্রামে আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages