জবি ছাত্রদল নেতা জুবায়েদের খুনিদের গ্রেপ্তার দাবিতে বংশাল থানা ঘেরাও - Meghna News 24bd

সর্বশেষ


Monday, October 20, 2025

জবি ছাত্রদল নেতা জুবায়েদের খুনিদের গ্রেপ্তার দাবিতে বংশাল থানা ঘেরাও



জবি প্রতিনিধি :

জবি ছাত্রদল নেতা জুবায়েদের খুনিদের গ্রেপ্তার দাবিতে বংশাল থানা ঘেরাও

পুরান ঢাকার আরমানিটোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহামেদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বংশাল থানা ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা।

রোববার রাত ১২টার দিকে থানার সামনে রাস্তা অবরোধ করে অবস্থান শুরু করে বিশ্ববিদ্যালয়ের দুই হাজারের বেশি শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কি করে?’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

ইমন নামে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, “আজ রাতের মধ্যেই খুনিদের গ্রেপ্তার করতে হবে। যদি প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ হয় তাহলে কাল থেকে ঢাকা অচল করে দেওয়া হবে।”

এর আগে রাত ১১ টা ১০ মিনিটে রাজধানীর বংশালে নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে জুবায়েদের ছাত্রী বর্ষাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে। এছাড়া সিসিটিভির ফুটেজ দেখে ইতোমধ্যে আমরা দুইজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের আটকের জন্য আমাদের কয়েকটি টিম মাঠে কাজ করছে। আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে তাদেরকেও আটক করতে সক্ষম হবো। এখন এর বেশি কিছু বলতে পারছি না।”

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে টিউশনির বাসার সিঁড়িতে ছুরিকাঘাত করে খুন করা হয় জুবায়েদকে। এর দেড় ঘন্টা পর ক্যাম্পাসে ঘটনা জানাজানি হলে ওই বাসা ঘিরে রাখে পুলিশ। পরে দীর্ঘ সাড়ে ছয় ঘন্টা ধরে ঘটনাস্থলে পুলিশ ও পিবিআই তদন্ত করে প্রাথমিক আলামত সংগ্রহ করে

Post Bottom Ad

Responsive Ads Here

Pages