সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নারী চোর আটক - Meghna News 24bd

সর্বশেষ


Monday, October 20, 2025

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নারী চোর আটক

 


সাভার (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন নারী চোরকে আটক করেছে মেডিকেল কর্মচারীরা।

সূত্রে জানা গেছে, আটক নারীরা দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন সার্ভিস লাইন ও বহির্বিভাগে দাঁড়িয়ে থাকা অসহায় রোগী ও স্বজনদের স্বর্ণের চেইন, মানিব্যাগ ও নগদ অর্থ চুরি করে আসছিল। সুযোগ পেলে তারা রোগীদের ভিড়ের মধ্যে হাত সাফাই করতো।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে মেডিকেল কর্মচারীরা তাদের সন্দেহজনক চলাফেরার কারণে নজরদারি শুরু করেন। পরে সৌন্দর্যজনক ও ভিডিও প্রমাণের মাধ্যমে হাতেনাতে ধরে ফেলেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয় এবং বর্তমানে তিন নারীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা কক্ষে আটকে রাখা হয়েছে।

এদিকে, ঘটনাটি জানাজানি হলে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা আটক চোরদের দেখতে ভিড় জমায়।

স্থানীয়রা জানান, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। মেডিকেল কর্মচারীদের সতর্কতা ও তৎপরতার ফলেই আজ তিন নারীকে হাতে-নাতে আটক করা সম্ভব হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages