বিমানবন্দর থেকে ফরিদগঞ্জের যুবলীগ নেতা আবু সুফিয়ান গ্রেপ্তার - Meghna News 24bd

সর্বশেষ


Friday, October 3, 2025

বিমানবন্দর থেকে ফরিদগঞ্জের যুবলীগ নেতা আবু সুফিয়ান গ্রেপ্তার

 


নিজস্ব প্রতিনিধি :

ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঐসময় বিদেশ ভ্রমণ শেষে দেশে প্রবেশ করছিলেন।

পরবর্তীতে শুক্রবার (০৩ অক্টোবর) সকালে বিমানবন্দর থানা পুলিশ ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে।

ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় আবু সুফিয়ান শাহীনকে সন্দেহভাজন আসামি করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ আটকের বিষয়টি লিখিতভাবে ফরিদগঞ্জ থানা পুলিশকে জানায়। এরপর এসআই আরিফুর রহমান সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাকে বিমানবন্দর থেকে নিয়ে আসে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. শাহ্ আলম বলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে বিমানবন্দর থানা থেকে গ্রহণ করে শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

আরো জানাযায় গ্রেপ্তারকৃত ব্যাক্তি আশুলিয়ায় একটি ক্লিনিক রয়েছে। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages