অর্থ আত্মসাৎ মামলায় ৫ দিনের রিমান্ডে ফারইস্ট লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, October 23, 2025

অর্থ আত্মসাৎ মামলায় ৫ দিনের রিমান্ডে ফারইস্ট লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল



নিজস্ব প্রতিবেদক :

২০৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে বংশাল এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করে দুদক। পরে তাকে আদালতে সোপর্দ করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। এরপর শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, ঋণ জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের ৩৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

অপরদিকে, সাড়ে ৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের পিএস মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages