আশুলিয়ায় বিদেশি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, October 29, 2025

আশুলিয়ায় বিদেশি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

 


আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় এক বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে আশুলিয়ার একটি বহুতল ভবনের তিন তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত  ব্যক্তির নাম সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫)। তিনি আশুলিয়ার ডিইপিজেডের  তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি শ্রীলংকার নাগরিক।  পুলিশ জানায়, বিকেলে নিহতের বন্ধুরা ওই ব্যক্তিকে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করলে তাদের সন্দেহ হয়। পরে তারা তার ফ্লাটে এসে ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় তারা আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। 

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে।

লাশটির ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হযেছে । ময়নাতদন্তের রিপোর্টে  জানা যাবে প্রকৃত ঘটনা কি। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages