আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, October 30, 2025

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে



আদালত প্রতিবেদক :

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় ১৬তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিন প্রথমে সাক্ষ্য দেন সানি মৃধা। তিনি জানান, গণঅভ্যুত্থানের সময় তার পায়ে পাঁচটি গুলি লেগেছিল। সাক্ষ্য দেওয়ার সময় তিনি ওই ঘটনার দায়ীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এর আগে বুধবার (২৯ অক্টোবর) মামলার ২০তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। পরে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করে। এরও আগে, ২১ অক্টোবর সাক্ষ্য দেন এএসপি এনায়েত ও শহীদ বায়োজিদ বোস্তামীর ভাই কারিমুল। তাদেরও জেরা করেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা। সব মিলিয়ে এখন পর্যন্ত আলোচিত এ মামলায় ২১ জন সাক্ষ্য দিয়েছেন।

গত বছর ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। পরে তাদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জন এ মামলার আসামি। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার আটজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অন্যদিকে, চট্টগ্রামের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সকালে আসামির উপস্থিতিতে আদালত এ আদেশ দেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages