এভাবে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র না’, কড়া হুঁশিয়ারি হাসনাতের - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, October 12, 2025

এভাবে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র না’, কড়া হুঁশিয়ারি হাসনাতের



অনলাইন ডেস্ক :

‘এভাবে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র না’, কড়া হুঁশিয়ারি হাসনাতের

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বাড়ানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাস্তায় ফেলে শিক্ষককে মারবেন, এভাবে শিক্ষক পেটানো তো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না। এ কাজ কোনো সভ্য সরকারও করতে পারে না।

রবিবার (১২ অক্টোবর) বিকাল ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের ওপর এই ‘হীন কাজের’ জন্য হাসনাত আব্দুল্লাহ হামলাকারীদের অনতিবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার হওয়া শিক্ষকদের মুক্তি দাবি করে বলেন, অনতিবিলম্বে এ হীন কাজের জন্য তাদের ক্ষমা চাইতে হবে। আর যাদের গ্রেফতার করেছেন, তাদের সূর্য ডোবার আগে ছেড়ে দিতে হবে।

শিক্ষকদের জীবনযাত্রার মান নিয়ে হতাশা প্রকাশ করে এনসিপি নেতা বলেন, আমাদের দেশের শিক্ষকরা তৃতীয়-চতুর্থ শ্রেণির নাগরিকদের মতো জীবনযাপন করেন। অথচ তাদের কাছ থেকে প্রত্যাশা করা হয় যে, তারা প্রথম শ্রেণির নাগরিক তৈরি করে রাষ্ট্রকে উপহার দেবেন।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষকরা সমাজে আদর্শ মানুষ হিসেবে পরিচিত এবং তাদের সততা নিয়ে গল্প করা হয়। অথচ মাস শেষে তাদের বেতন দেওয়া হয় মাত্র ১২ থেকে ১৫ হাজার টাকা। এই স্বল্প বেতনের কারণে শিক্ষকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages