৬১বছর বয়সে ফের বাবা হলেন জেমস - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, October 23, 2025

৬১বছর বয়সে ফের বাবা হলেন জেমস



অনলাইন ডেস্ক :

বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়। নবজাতকের নাম রাখা হয়েছে জিবরান আনাম। জন্মের সময় জেমস ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর নবজাতককে নিয়ে দেশে ফেরেন জেমস ও তাঁর স্ত্রী নামিয়া আনাম।

২০১৪ সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদ হয় জেমসের। এরপর এক দশক একা কাটিয়েছেন এ রকস্টার। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়ার সঙ্গে। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয়, আর এই পরিচয় থেকে প্রণয় ও বিয়ে।

জেমস গণমাধ্যমকে বলেন, ‘বাবা হওয়ার অনুভূতি অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।’

ব্যক্তিজীবনে এর আগে দুইবার বিয়ে করেছেন জেমস। তাঁর প্রথম স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তাঁরা বিয়ে করেন।

২০১৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। রথি এরপর ফের বিয়ে করেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages