২৭ ঘণ্টা জ্বলে নিভলো শাহজালালের কার্গো ভিলেজের আগুন - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, October 19, 2025

২৭ ঘণ্টা জ্বলে নিভলো শাহজালালের কার্গো ভিলেজের আগুন



নিজস্ব প্রতিনিধি :

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে এ আগুন পরিপূর্ণভাবে নিভেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিকেলে বিমানবন্দরের গেটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

ব্রিফিংয়ে তাজুল ইসলাম জানান, শনিবার রাতে আগুন নিয়ন্ত্রণে আসলেও রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ হয়েছে।

তিনি জানান, কার্গো ভিলেজের যেখান থেকে আগুনের ঘটনা ঘটেছে সেখানে যদি অগ্নি সতর্কতার (ফায়ার ডিটেকটেড সিস্টেম) থাকতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। যে কারণে আগুন নেভাতেও বেশ বেগ পোহাতে হয়েছে।

আগুনের সূত্রপাত কিভাবে এবং এটি এতটা ছড়ালো কিভাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, “সূত্রপাত কিভাবে হয়েছে সেটা আমরা দেখছি, এরই মধ্যে তদন্ত কমিটি গঠন হয়েছে। নির্বাপণের পরই সাধারণত প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়। তারপরই তদন্ত কমিটি হয়। এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে। যাচাই বাছাই ও তদন্ত করে বলতে পারবো আগুনের সূত্রপাত কোথা থেকে”।

এর আগে দুপুরে বিমানবন্দর এলাকা পরিদর্শনে বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

এ সময় আগুনের পেছনে নাশকতার কোনো ঘটনা জড়িত কি-না জানতে চাওয়া হয়েছিল উপদেষ্টা জবাবে বলেন, “বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের ক্ষেত্রে নাশকতাসহ আমরা কোনো কিছুই উড়িয়ে দেব না, সবকিছুই আমলে নেব”।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages