সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে সাপের কামড়ে রফিকুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কচুয়া ইউনিয়নের পশ্চিম কচুয়া গ্রামের মৃত আইজল সরকারের ছেলে রফিকুল ইসলাম জমিতে কীটনাশক ছিটাচ্ছিলেন। এ সময় জমির একপাশে গর্ত পূরণ করার সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়।
সাপে কামড় দেওয়ার পর তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার চেষ্টা করেন। পরে রাতেই তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
রফিকুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি ছিলেন শান্ত-স্বভাব ও পরিশ্রমী একজন মানুষ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সাপের কামড়ের পর তাৎক্ষণিকভাবে চিকিৎসা না পাওয়ায় অনেক সময় এমন দুর্ঘটনা ঘটে থাকে।
