ঢাবি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচনে একটি কেন্দ্রে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।
ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের কেন্দ্রে এই অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রে ভোট দিচ্ছেন।
আজ মঙ্গলবার সকাল ৮টায় ইসলামি আন্দোলনের এক এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই কেন্দ্রে কোন সাংবাদিক প্রবেশ করতে দেননি রিটার্নিং অফিসার।
এই বিষয়ে কেন্দ্রের রিটার্নিং অফিসার শহিদুল জাহিদ বলেন, ‘লিস্টে নাম না থাকায় আমরা এক এজেন্টকে বের করে দিয়েছি। পরে ঢুকানোর জন্য আমরা তাকে খুঁজছি। এখনো পাইনি, পেলে ঢুকতে দিব। আর কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের প্রবেশ নিষেধ রাখা হয়েছে।’
