নিজ বাবার নির্যাতনের শিকার ৪ বছরের হোসেন, থাকত অনাহারে - Meghna News 24bd

সর্বশেষ


Monday, September 29, 2025

নিজ বাবার নির্যাতনের শিকার ৪ বছরের হোসেন, থাকত অনাহারে



নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় অমানবিক নির্যাতনের শিকার চার বছরের শিশু হোসেনকে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটির বাবা সোহেল পালিয়ে যায়।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সোহেল নিজের ছেলেকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। সোহেল কাশিপুর শান্তিনগর এলাকার মৃত মোমেন আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, ২ থেকে ৩ বছর আগে হোসেনের বাবা-মায়ের বিচ্ছেদ হয়। কিছুদিন পর জোর করে শিশুটিকে নিজের কাছে নিয়ে আসেন সোহেল। এরপর থেকে প্রায়ই শিশুটিকে ঘরে তালাবদ্ধ করে বাইরে চলে যেতেন তিনি। অধিকাংশ সময় শিশুটি অনাহারে থাকত, আর কান্না করলে মারধর করতেন।

স্থানীয় ব্যবসায়ী শাওন বলেন, দুই-তিন মাস আগে থেকেই শিশুটির নির্যাতনের বিষয়টি জানতে পারেন। ক্ষুধার্ত শিশুটিকে মাঝে মাঝে জুস বা চিপস কিনে দিত সোহেল, তবে বেশিরভাগ সময়ই মারধর করতেন। কয়েকদিন আগে স্থানীয় এক নারী শিশুটির শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করলে তাকেও মারধর করেন সোহেল। পরে সামাজিক সংগঠনের সহযোগিতায় বিষয়টি পুলিশের নজরে আসে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, শিশুটির শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রথমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা শিশুটিকে নিজেদের তত্ত্বাবধানে নেন।

জেলা সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী তাছলিমা আক্তার জানান, শিশুটি গুরুতর অপুষ্টিতে ভুগছে এবং শারীরিক-মানসিক নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসা শেষে তাকে সরকারি ছোট মনি নিবাসে রাখা হবে।

নারায়ণগঞ্জ সদর ইউএনও তাসলিমা নাসরিন বলেন, শিশুটির সুচিকিৎসা ও সুরক্ষার সব ব্যবস্থা করা হবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages