আশুলিয়ায় নাসা গ্রুপের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, September 27, 2025

আশুলিয়ায় নাসা গ্রুপের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

 


সাভার প্রতিনিধি :

ঢাকার সন্নিকটে সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের বন্ধ কারখানা দ্রুত খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভমুখর মানববন্ধন করেছে পোশাকশ্রমিকরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের নিশ্চিন্তপুর ইটখোলায় এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে নারী-পুরুষ মিলিয়ে কয়েক হাজার শ্রমিক অংশ নেন। তারা হাত ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেন।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, সম্প্রতি নাসা গ্রুপের মালিকপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা না দিয়েই প্রতিষ্ঠানের ১৬টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে। এতে একসঙ্গে প্রায় ২৫ হাজার শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। নতুন করে কোথায় চাকরি পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা এবং শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।

উল্লেখ্য, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages