নিখোঁজের ১০ দিনেও সন্ধান মিলেনি পোশাক শ্রমিক সোলেমানের - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, September 20, 2025

নিখোঁজের ১০ দিনেও সন্ধান মিলেনি পোশাক শ্রমিক সোলেমানের

নিখোঁজ সোলেমান

মাসুদ রানা, সাভার (ঢাকা) :

সাভারে কর্মস্থল থেকে বাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন সোলাইমান হোসাইন (২২) নামের এক যুবক। এ ঘটনার দশদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তার খোঁজ মিলেনি। চরম উৎকণ্ঠায় দিন পার করছে পরিবার। 

জানাযায়, গত ১৩ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে নিজের কর্মস্থল আল-মুসলিম গার্মেন্টস থেকে দুপুরের খাবারের জন্য বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় নিখোঁজ হন তিনি।

নিখোঁজ সোলাইমানের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামে। তার বাবা ইসমাইল হোসেন একজন ব্যবসায়ী এবং চাচা হামিদুল ইসলাম আল‌ মুসলিম গার্মেন্টসের এজিএম।

সাভার পৌরসভার গেন্ডা এলাকায় চুন্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন সোলাইমান। নিখোঁজের দিন শনিবার দুপুরে কর্মস্থল থেকে দুপুরের খাবারে জন্য বের হন তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সোলায়মানের চাচা আল মুসলিম গার্মেন্টসের এজিএম হামিদুল ইসলাম জানান, নিখোঁজের দিন সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে আসে সোলাইমান। দুপুরের খাবারের জন্য বের হয়ে আর ফেরেনি। রাতেও বাসায় না ফেরায় মোবাইলে ফোন দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়। পরে তার সন্ধান চেয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৫৫) করেছি। তিনি অফসোস করে বলেন আমাদের তিন ভাইয়ের ঐ একটাই ছেলে। 

তিনি আরও জানান, নিখোঁজ সোলাইমানের কোনো আর্থিক লেনদেন-সংক্রান্ত জটিলতা, পারিবারিক বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না। এমনকি তার কর্মস্থলে কারো সাথেও কোনো বিরোধ ছিল না।

সোলাইমানের বাবা ইসমাইল হোসেন বলেন, আমার ছেলের সাথে কারো শত্রুতা নেই। কারো সাথে ঝামেলাও নেই। তার নিখোঁজের ঘটনায় খুব দুশ্চিন্তায় আছি। আমি শুধু চাই সে নিরাপদে পরিবারে ফিরে আসুক।

এ বিষয়ে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, অনুসন্ধানে এখন পর্যন্ত নিখোঁজের পেছনের কোন সূত্র পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে পুলিশ। আমরা আমাদের দিক থেকে সর্ব্বোচ্চ চেষ্টা করছি। 



Post Bottom Ad

Responsive Ads Here

Pages