এক পাঙ্গাসের দাম ১৮ হাজার টাকা - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, September 3, 2025

এক পাঙ্গাসের দাম ১৮ হাজার টাকা



 বরিশাল ব্যুরো অফিস :

পটুয়াখালীর কুয়াকাটায় ১৫ কেজি ওজনের একটি সামুদ্রিক পাঙ্গাস মাছ ১৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আলিপুর মৎস্য আড়তে নিলামের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মাছটি ১৮ হাজার টাকায় কিনে নেন মৃধা ফিসের স্বত্বাধিকারী সালাউদ্দিন।

জানা গেছে, রোববার স্থানীয় এক জেলের জালে অন্যান্য মাছের সাথে পাঙ্গাসটি ধরা পড়ে।

এ বিষয়ে ক্রেতা সালাউদ্দিন বলেন, ‘মাছটি ইলিশের জালে ধরা পড়েছে। আমি ১৮ হাজার টাকায় কিনেছি। সামান্য লাভ পেলেই বিক্রি করে দেব।’

স্থানীয় জেলেরা জানান, সমুদ্রে এ ধরনের বড় আকারের পাঙ্গাস খুব একটা দেখা যায় না। এ ধরনের বড় মাছ ধরা পড়লে মাছ শিকারে তাদের উৎসাহ বাড়ে। তাদের আশা ভবিষ্যতে আরও বড় বড় মাছ পাবেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সামুদ্রিক পাঙ্গাস বাংলাদেশের

Post Bottom Ad

Responsive Ads Here

Pages