এলাকাবাসী ও তিতাস গ্যাস কর্তপক্ষ জানায়, আশুলিয়ার আমতলা এলাকায় টাকার বিনিময় প্রতিটি বাসা-বাড়িত অবৈধভাব গ্যাস সংযোগ দেয় এলাকার প্রভাবশালীরা। সকাল থেকে তিতাস গ্যাস কর্তপক্ষ ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এছাড়া পাঁচটি মূল পয়েন্ট থেকে মাটির নিচে থাকা গ্যাস সরবরাহের কয়েক হাজার ফুট পাইপ জব্দ করা হয়। পর ব্যবহৃত রাইজার খুলে নিয়ে লাইনগুলা সিলগালা করে দেওয়া হয়। গ্যাসর পাইপ গুলা ছিলা অত্যান্ত নিম্নমানের। এসময় এক হাজার পরিবারের মাঝে এ অবৈধ গ্যাস সংযাগ বিচ্ছিন্ন করণ করা হয়। এদিক অবৈধ গ্যাস সংযোগের কারণে ওই এলাকার পোশাক কারখানাগুলো ও বিভিন্ন বাসা বাড়িতে গ্যাসের প্রেসার কম থাকায় দুর্ভােগে পড়েছিলো তারা।
এসময় সংযোগ বিচ্ছিন্ন করণ কালে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন ছিলো।