আমিন বাজারবাসী কে ঈদুল আযহার শুভেচ্ছো জানালেন আ.লীগ নেতা রকিব আহমেদ - Meghna News 24bd

সর্বশেষ


Friday, July 31, 2020

আমিন বাজারবাসী কে ঈদুল আযহার শুভেচ্ছো জানালেন আ.লীগ নেতা রকিব আহমেদ


নিজস্ব প্রতিবেদক : সারা দেশে বন্যা আর করোনার মাঝেই মুসলিম জাহানের বৃহৎ উৎসব পবিত্র ঈদুল আযহা আমাদের দুয়ারে স্বমাগত ।
কিন্তু সারা বিশ্বের মানুষ এখন যুদ্ধের ময়দানে, আমাদের যুদ্ধ করোনা ভাইরাস (কোভিট-১৯) নামক এক ঘাতকের বিরুদ্ধে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মোতাবেক করমর্দন আলিঙ্গন কোলাকুলি ও গণ জামায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে আর তাই নিরাপদে পরিবারবর্গের সাথে এবারের ঈদুল আযহা উদযাপনের জন্য সাভারের আমিনবাজার ইউনিয়নসহ দেশবাসীকে অগ্রীম শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আমিনবাজারের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, ক্রীড়ামোদী, আ.লীগ নেতা রকিব আহমেদ।। 
তিনি আমিনবাজার ইউনিয়নে বসবাসরত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা এবারের ঈদুল আযহায় স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামায়াত ও পশু কুরবাবী করি এবং কুরবানীর পর পশুর বর্জ্য নিদৃষ্ট স্থানে ফেলী। মনের পশুকে কুরবানী দিয়ে প্রকৃত কুরবানীর স্বার্থকতা অনুধাবন করার চেষ্টা করি।
আমাদের সাধ্যমতো বন্যার্ত আর অভাবগ্রস্ত মানুষ গুলোর পাশে দাড়াই। এ সময় তিনি ধনবান ও শ্রমিক ভাইদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, আপনাদের ঈদের বাজেট সীমিত করে গরিব অসহায়দের যতটুকু সম্ভব সহয়তা দিতে চেষ্টাকরুন। করোনা ভাইরাস থেকে বাচাঁতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।
নিজের ঘরেই সাধ্যমত খাবারের আয়োজন করুন। সবাই ভাল থাকুন সুস্থ্য থাকুন নিরাপদে পবিত্র ঈদুল আযহা পালন করুন ।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages