নিজস্ব প্রতিনিধি : সারা দেশে বন্যা আর করোনার মাঝেই মুসলিম জাহানের বৃহৎ উৎসব পবিত্র ঈদুল আযহা আমাদের দুয়ারে স্বমাগত । কিন্তু সারা বিশ্বের মানুষ এখন যুদ্ধের ময়দানে, আমাদের যুদ্ধ করোনা ভাইরাস (কোভিট-১৯) নামক এক ঘাতকের বিরুদ্ধে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মোতাবেক করমর্দন আলিঙ্গন কোলাকুলি ও গণ জামায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে।
আর তাই নিরাপদে পরিবারবর্গের সাথে এবারের ঈদুল আযহা উদযাপনের জন্য ঢাকা জেলাবাসীর প্রতির আহবাণ জানিয়েছেন ঢাকা জেলা কৃষকলীগের সদস্য সচিব আহসান হাবিব ।
তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অত্র অঞ্চলে বসবাসরত জনসাধারণের নিকট অনুরোধ জানিয়ে বলেন, আসুন আমরা এবারের ঈদুল আযহায় স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামায়াত ও পশু কুরবাবী করি এবং কুরবানীর পর পশুর বর্জ্য নিদৃষ্ট স্থানে ফেলী। আমাদের সাধ্যমতো বন্যার্ত আর অভাবগ্রস্ত মানুষ গুলোর পাশে দাড়াই। আমাদের ঈদের বাজেট সীমিত করে অসহায় একটু নগদ সহয়তা দিতে চেষ্টাকরি।
করোন ভাইরাস থেকে বাচাঁতে স্বাস্থ্যবিধি মেনে চলি। রসনার তৃপ্তির জন্য বাড়ি বাড়ি ভুড়িভোজ থেকে বিরত থাকি। নিজের ঘরেই সাধ্যমত আয়োজন করি।