দিনাজপুর প্রতিনিধি : এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগে দিনাজপুরের ফুলবাড়ীতে সিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে পুলিশ ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের লক্ষণপুর পাঠকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম (৩০) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের লক্ষণপুর পাঠকপাড়া এলাকার আফজাল মন্ডলের ছেলে। তিনি পেশায় মুদি দোকানি।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ফুলবাড়ীর শিবনগর ইউপির লক্ষণপুর পাঠকপাড়া এলাকার একটি স্কুলের নবম শ্রেণির ওই ছাত্রীকে কয়েকদিন পূর্বে তার বাবা মা’র অনুপস্থিতে বাড়িতে একা পেয়ে সিরাজুল ইসলাম ধর্ষণ করে কৌশলে ভিডিও ধারণ করে। ওই ভিডিও দেখিয়ে সিরাজুল ইসলাম দ্বিতীয়বার তাকে ধর্ষণ করে এবং তৃতীয়বার ধর্ষণ করতে গেলে ওই ছাত্রী বাঁধা দেয়। এতে সিরাজুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ধর্ষণের ভিডিও মোবাইলে প্রচার করে।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ওই ছাত্রী গতকাল শুক্রবার রাতে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ফুলবাড়ী থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার দিবাগত রাতে পাঠকপাড়ায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে গ্রেফতার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ফখরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, মামলা রেকর্ড হওয়ার পরপরই পুলিশি তৎপরতায় আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আজ শনিবার গ্রেফতারকৃত সিরাজুল ইসলামকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।